হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কে বলবো। কিভাবে আপনার ফোনে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপ টি ডার্ক মোড অথবা নাইট মোড অন করবেন। এটি অনেকে জেনে থাকবেন হয়তো। কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের টপিক। তাই আপনি যদি একজন ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন। তাহলে এটি জানা আপনার অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। কেনো না আপনার ফোনে ডার্ক মোড টি অন থাকলে, রাতের বেলায় ফেসবুক চালানো থেকে আপনার চোখকে রক্ষা করতে পারবেন।
ফেসবুক ডার্ক মোড অন করার উপকারীতা কী?
বর্তমানে খুব দ্রুত প্লে স্টরিতে থাকা অধিকাংশ অ্যাপ ডার্ক মোড চালু হয়ে যাচ্ছে। যার ফলে অ্যাপ্লিকেশিন ব্যবহার কারীদের রাতের বেলায় অ্যাপ ব্যবহারে চোখের সস্থী অনুভব করতে পারে। শুধু অ্যাপের মদ্ধ্যেই সীমাবদ্ধ না । আপনি দেখে থাকবেন প্রায় বগিং ওয়েবসাইটে বা বিভিন্ন সাইটে ডার্ক মোড চালু করার ট্রগল বাটন দেও্যা থাকে। তবে যাই হোক এখন আসি এটি চালু করবেন কিভাব।
Read More – Turn Off Annoying Notifications on Facebook
ফেসবুক ডার্ক মোড অন করবেন কিভাবে?
How To ON Facebook Dark Mode
এর জন্য প্রথমেই আপনাকে নিজের আইদিতে লগইন করে নিবেন। এরপরে উপরের 3 Line icon এ ক্লিক করবেন। এরপরে নিচে স্ক্রোল করলে দেখেতএ পারবেন Settings & Privacy একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। এরপরে আপনার সামনে ৪ নাম্বার অপশন টিতে Dark Mode লিখা অপশনটি চলে আসবে। সেখানে ক্লিক করুন। এবার নতুন একটি পেজে নিয়ে যাবে এবং দেখানে Dark Mode – ON/ OFF সিলেক্ট করার জন্য ২ টি অপশন। আপনি এখানে অন করে দিলেই হয়ে যাবে।আপ্নার সম্পুর্ন ফেসবুক টি ডার্ক মোড অথবা নাইট ভার্সন। এতে করে আপনার আইডি কালো ব্যাগ্রাউন্ড হয়ে যাবে। যার ফলে রাতের বেলায় চোখ সুরুক্ষিত রাখতে পারবেন।
নিচে স্ক্রিনশটস দেওয়া হলো-
যাদের ডার্ক মোড অপশন টি নেই। তারা কিছুদিন অপেক্ষা করুন। আপনিও পেয়ে যাবেন। ধন্যবাদ।