GP To GP MB Transfer – জিপি সিমে এমবি ট্রান্সফার করুন

GP To GP MB Transfer – জিপি সিমে এমবি ট্রান্সফার করুন।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের টপিকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রামীণফোন সিম থেকে অন্য একটি জিপি সিমে এমবি ট্রান্সফার করবেন আমরা সবাই এটা জানার জন্য ইন্টারনেটে ইউটিউবে সার্চ করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাব যে কাজটা কিভাবে করতে হয় তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই শুধু গ্রামীণফোনের টা দেখাবেন রবি বাংলালিংক সিমের ট্রান্সফারেন্সি দেখাবেন না তবে হ্যাঁ আমিও দেখাবো তবে নেক্সট কোন আর্টিকেলে আজকের আর্টিকেল আমি এটুকু দেখাব যে আপনি কিভাবে খুব সহজে এমনকি খুব কম সময়ের মধ্যে আপনি যেকোন ইন্টারনেট প্যাকেজ আপনি এক ফোন থেকে আরেক ফোনে ট্রানস্ফার করতে পারবেন আমরা নরমালি এটার জন্য অনেকেই অতি আগ্রহে বসে আছে কিন্তু এখনো অনেকে আছে।

 

জিপি সিমে এমবি ট্রান্সফারঃ

 

যারা এই কাজটা করতে পারে না বা এ সম্বন্ধে একটু ধারনা নেই তো বন্ধুরা সঠিকভাবে এমবি ট্রান্সফার সিস্টেম টা জানার জন্য অ্যান্ড টান্সফার করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের এসএমএস অপশনটিকে ওপেন করবেন এবার আপনাকে যা যা করতে হবে আমি আপনাদেরকে step-by-step বলে দিচ্ছি অবশ্যই পুরো বিষয়টা আপনি মাথায় রাখবেন যদি আপনার কাজটা করতে ভুল হয় তাহলে কিন্তু আপনার এমবি ট্রান্সফার হবে না তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পন্ন করার  অনুরোধ রইল। 

কিন্তু এখানে একটি শর্ত প্রযোজ্য রয়েছে আপনি এখানে তিনভাবে এমবি ট্রান্সফার করতে পারবেন তবে এই তিন ভাবে এমবি ট্রান্সফার এসিস্টেন্ট আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে বিষয়টা দাঁড়ায় যে আপনি অনেক বেশি এমবি কিন্তু ট্রানস্ফার করতে পারতেছেন না আবার অনেক কমিউনিট রান্না করতে পারতাছিনা আপনি প্রথম স্টেজে এমবি ট্রান্সফার করতে পারছেন সেটা হলো আপনি 250 এমবি ট্রান্সফার করতে পারবেন যেটা খুবই কম এমনকি চাইলে আপনি এর থেকেও বেশি এমবি ট্রান্সফার করতে পারবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হল 750mb তারপর লাস্টে যেটা রয়েছে যেটা অনেক বেশি এমবি আপনি ট্রান্সফার করতে পারবেন সেটা 1 জিবি 1 জিবি সর্বোচ্চ আপনি ট্রান্সফার করতে পারবেন যদি এর থেকেও বেশি আপনি ট্রানস্ফার করতে যান এর ফলে আপনাকে যে প্রসেসিং গুলো জানতে হবে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো আমি আপনাদেরকে যদি বলি তাহলে অবশ্যই আপনাকে সেই ভাবে ট্রানস্ফার করতে হবে।

 

কত এমবি পর্যন্ত ট্রান্সফার করা যায়?

 

সেভাবে আপনি আরো বেশি এমবি ট্রান্সফার করতে পারবেন তবে নরমাল উপায়ে আপনি 1 জিবি পর্যন্ত ট্রানস্ফার করতে পারবেন যেটা আপনি মাত্র আড়াইশো এমবি থেকে শুরু করে এক জিবি পর্যন্ত করতে পারতেছেন মাঝখানে আপনি 750-800 করতে পারবেন তবে সেটা 1 জিবির কাছাকাছি হয় তবে যেগুলো আমি আপনাদের কে বললাম এর থেকে যদি আপনি কমবেশি করে এমবি ট্রান্সফার করার চেষ্টা করেন আমি যেভাবে যে প্রসেসিং টা দেখাবো তাহলে কিন্তু আপনার এমবি তা কখনোই যাবে না কারণ এটা রঙ দেখাবে এটা সম্পূর্ণভাবে আপনাকে সিলেকশন করেই দিতে হবে তবে 1mb কমবেশি করে লেখাও যাবেনা  প্রথমে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে মেসেজ অপশনে সেখান থেকে নতুন কাউকে মেসেজ করার জন্য যে প্রসেসিং টা আপনি ব্যবহার করে থাকেন সেই সিস্টেমে আপনাকে নতুন করে একটা মেসেজ নিতে হবে।

 

যেভাবে পাঠাবেন-

 

যেমন আপনার নিউ মেসেজ এই অপশনটা তে আপনি ক্লিক করবেন আপনার ফোনের মেসেজ এ যাওয়ার পরে তারপর সেখান থেকে নতুন ম্যাচে যে আপনি পাঠান অবশ্যই সেখানে একটা নাম্বার ব্যবহার করেন তবে সেই নাম্বারটা অবশ্যই আপনাকে যে নাম্বারটা গ্রামীণফোন থেকে বলা রয়েছে সেটা হলো  5000 এই নাম্বারে আপনাকে মেসেজটা সেন্ড করতে হবে তবে কি মেসেজ লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে বলে নিচ্ছি আপনি যদি অন্য কোন নাম্বার দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এমবি ট্রান্সফার হবে না কারণ এই ভাবে এমবি ট্রান্সফার না করলে।

আপনি অন্য কোনভাবে এমবি ট্রান্সফার করার কোন সিস্টেম পাবেন না এটা গ্রামীণফোনের সর্বোচ্চ একটা নাম্বারে রয়েছে তাই ভুল কোন নাম্বারে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে আপনার এমবি যাবে না তবে অনেকে ভয় পেতে পারে যে ভুল নাম্বার হলে হয়তো বা অন্য কোন নাম্বারে চলে যেতে পারে এমবি আমি বলব যে এটা কখনোই হবে না কারণ ভুল নাম্বারে এটা কখনোই যাবে না আপনার এমবি আপনার ফোনে থেকে যাবে আপনি সেটা আবার ব্যবহার করতে পারবেন।

GP To GP MB Transfer

তেবার আপনিতো যে নাম্বারে পাঠাবেন সে নাম্বারটা আপনি বসিয়ে দিলেন এবার আপনাকে ছাড় লিখে পাঠাতে হবে সেটা হলো আপনাকে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের লিখতে হবে মানে ইংরেজি আলফাবেট গুলো রয়েছে সেগুলো আপনাকে ছোট হাতের করে লিখে তার পরে সেন্ড করতে হবে তা না হলে কিন্তু এটা সেন্ড হবে না বা সেন্ট হলেও সেটা আর কাজ করবে না তো কি লিখতে হবে আমি আপনাদেরকে বলে দিয়েছি প্রথমে আপনাকে লিখতে হবে ইনবক্সে igift 250mb (Number) (your name) Send. এবার আপনি এইটুকু লিখে সেন্ড করে দিবেন দেন।

আপনার এই মেয়েটা চলে যাবে এরপর যদি না যায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আপনার এমবি টা গিয়েছে কিনা তবে এখন আপনাদেরকে মূল কিছু বিষয়ে বলি সেটা হলো এই এমবি টা পাঠানোর সময় আপনার একাউন্টে বা আপনার সিমে অবশ্যই আপনার আড়াইশো এমবি অ্যাভেলেবল থাকতে হবে।

 

ট্রান্সফার হতে কত সময় লাগে?

 

তা না হলে কিন্তু আপনার আড়াইশো এমবি যাবে না কারণ এখানে আপনার একাউন্টে যদি না থাকে তাহলে সেটা আপনি কিভাবে ট্রান্সফার করবেন আর যখন আপনি এটাকে সেন্ড করবেন তখন সর্বোচ্চ 5 মিনিট সময় নিবে 5 মিনিটের মধ্যে তার কাছে এমবি কিন্তু চলে যাবে যে নাম্বারে আপনি পাঠিয়েছেন তবে নামটা দিয়ে দিলে কিন্তু আপনাকে বুঝতে পারবে আর নাম্বারটা কিন্তু ভুল দিলে আপনার বেবিটা যাবেনা। তো এই কাজ টা আপনি কখন করবেন যখন আপনার ফোনে কোন এমবি থাকবে না বা আপনার ফ্রেন্ডের ফোনে এমবি রয়েছে সে ক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড দের ফোন থেকে এভাবে ট্রানস্ফার করতে পারবেন যদি আপনি অন্য কোন সিম থেকে ট্রানস্ফার করেন যেমন গ্রামীন টু বাংলা লিংক অথবা রবি এভাবে আপনার এক সিম থেকে আরেক সিমে যদি ট্রানস্ফার করেন।

তাহলে অবশ্যই সেই সিমটা ভিন্ন হলে আপনার এমবি টা যাবে না  আপনাকে অবশ্যই জিপি টু জিপি গ্রামীন টু গ্রামীন বাংলালিংক টু বাংলালিংক এমনকি রবি টু রবি হতে হবে তাছাড়া কিন্তু এটা হবে না তবে অন্য সিমের বিষয় গুলো আমি আপনাদেরকে অন্য কোন পোস্টে আলোচনা করব কারণ এই পোস্টে সম্পূর্ণ আলোচনা  করতে চাচ্ছিনা আপনার ফ্রেন্ড দের কেউ আপনি আপনার ফোন থেকে এমবি ট্রান্সফার করতে পারবেন অনেকে চাই যে মেগাবাইট ট্রান্সফার করে ইন্টারনেট চালানোর জন্য যখন এক ফোনে এমবি থাকেনা তখন আরেক মধ্যে ব্যবহার করে কিভাবে আপনি ফেমিলির ফোনে এমবি ট্রান্সফার করে দিতে পারবেন এছাড়া নিজে আরেকটি সিম থেকে এই সিমে নিতে পারবেন তো অনেকগুলো আছে যেগুলো আপনি করে বা আপনার বিভিন্ন সময়ে আপনার প্রবলেমের সলভ করতে পারবেন।

 

GP To GP MB Transfer 2021

বিভিন্নভাবে অকারণে আপনি কখনো এমবি ট্রান্সফার না করাই বেটার প্রয়োজন হলে এই কাজটা করতে পারবেন মনে প্রশ্ন থাকতে পারে এইগুলো কতবার ট্রান্সফার করা যেতে পারে তা আমি বলব আপনি প্রতিদিন অন্তত একবার করে ট্রান্সফার করতে পারবেন কারণ একবার ট্রানস্ফার না করলে কিন্তু আপনি বারবার টান্সফার করলে আপনার এমবি ট্রান্সফর হবেনা বা স্থানান্তর হবেনা এক সিম থেকে আরেক সিমে।  আজকের পোস্টে পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোন পোস্টে তখন আমি আপনাদেরকে আরও  ইনফরমেটিভ কিছু  শিখাবো তো বন্ধুরা ভালো থাকবেন কথা হবে নেক্সট কোন সময় নেক্সট কোন দিনে।

Total
0
Shares
2 comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

নতুন বা বিগিনারদের ত্বকের যত্নের শুরু কেমন হওয়া উচিত?

Next Post

Solution of New YouTuber Problem – নতুন ইউটিউবারদের সব বাধার সমাধান

Related Posts

এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য একটি মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠান bKash, Nagad, Rocket, Mcash, Ucash

bkash to Nagad- এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য একটি মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠান bKash, Nagad, Rocket, Mcash,…
Read More