HS Result 2021: প্রিয় শিক্ষার্থীরা, আগামী 22 জুলাই বিকাল তিনটায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো। কিন্তু অনেকের মনে প্রশ্ন যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন অথবা দেখতে পারবেন। এটা জানানোর জন্যই এই পোস্টটি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল Higher Secondary Exam Result 2021 অনলাইনে পেতে। তোমাদেরকে অবশ্যই সেই দিন বিকাল 4 টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
West Bengal Board Result (Class 12th)
যেহেতু যে সময়টাতে রেজাল্ট প্রকাশ করা হবে। সেহেতু সেই সময় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউন থাকার সম্ভাবনা রয়েছে। আর ওয়েবসাইট ডাউন থাকলে আপনারা সেই কিছু সময়টাতে ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হতে পারে। তাই আপনাকে বিকল্প পদ্ধতি গুলো জেনে রাখা প্রয়োজন।
যদি পশ্চিমবঙ্গের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করে এটি জানতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
Check Higher Secondary Result in Website
যেহেতু রেজাল্ট জানার কয়েকটি মাধ্যম রয়েছে। তার মধ্যে মোবাইল দিয়ে রেজাল্ট চেক করা অত্যন্ত সহজ। এর জন্য শুধুমাত্র আপনার একটি মোবাইল অ্যাপস এর প্রয়োজন হবে। অ্যাপসটি ইন্সটল করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-
WBCHSE Results 2021
অথবা গুগল প্লে-ষ্টোরে তে গিয়ে WBCHSE Results 2021 লিখে সার্চ করুন।
তারপরে আপনার সঙ্গে এরকম একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটিকে সাথে সাথে ইন্সটল করে নিন। এটি হলো ওয়েস্টবেঙ্গল অথবা পশ্চিমবঙ্গের বোর্ডের অফিসিয়াল মোবাইলের। যা দিয়ে আপনি খুব সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। কোন প্রকার ঝামেলা ছাড়া। এই অ্যাপসের মাধ্যমে রেজাল্ট চেক করলে কোন প্রকার ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করার প্রয়োজন পড়বে না। তবে এখানে কিছু প্রসেস রয়েছে। এ প্রসেস গুলো ফলো করে আপনি রেজাল্ট চেক করতে পারবেন খুব সহজেই।
HS Result 2021 Final Date
প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশন অন রাখুন। এবার অ্যাপস থেকে ওপেন করুন। আপনার সামনে এমন একটি লেখা চলে আসবে West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) । এবং তার নিচে Higher Secondary examination result 2021। এরপরে একটু অপেক্ষা করুন। তারপর আপনাকে অ্যাপসটির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিট্রেশন অপশনে 3 টা অপশন আপনাকে পূরণ করতে হবে। সে তিনটি অপশন নিচে দেওয়া হল-
- Enter your phone number
- Enter your full name
- Class 12 th
অর্থাৎ প্রথম ঘরে আপনার মোবাইল নাম্বারটা। তারপরে আপনার ফোন নাম্বার। এরপরে ক্লাস 12। তারপরে নিচে থাকা রেজিস্টার বাটন এ ক্লিক করুন। দেখবেন আপনার একাউন্টির রেজিস্টার হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন এখানে রেজিস্ট্রেশন করার সময় সঠিক ইনফরমেশন দিতে হবে।
এবার আপনার সামনে লেটেস্ট রেজাল্ট বলে আরো একটি অপশন চলে আসবে। এই পেজ থেকে উপরে থাকা লেটেস্ট রেজাল্ট এ ক্লিক করুন।
এ পড়ে তোমাদের সামনে এরকম একটা পেইজ চলে আসবে। এখানে অবশ্যই দেখতে পাবে –
Enter Roll: এডমিট কার্ড অনুযায়ী আপনার রোল নাম্বার।
Enter No: এডমিট কার্ডে থাকা নাম্বার।
Registration NO: রেজিস্ট্রেশন নাম্বার।
Enter Captcha: এবং রিক্যাপচা এর এখানে প্রথমে যে গোপন নাম্বারটি দেখানো হবে। আপনার ক্ষেত্রে যে নাম্বারটি আসবে সে নাম্বারটি শূন্যস্থান ঘরে লিখে দিন। এরপরে গেট রেজাল্ট এ ক্লিক করুন।
সাথে সাথে দেখবেন আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রতিটি সাবজেক্ট মার্কশিট সহ পেয়ে যাবেন।
Check Madhyamik Result 2021 in Mobile
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে উপরের লিংকে ক্লিক করুন।
এরপরেও যদি রেজাল্ট দেখতে তোমাদের কোন সমস্যা থাকে। তাহলে এই পোষ্টের কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদেরকে রিপ্লাই এর মাধ্যমে যথাযথ চেষ্টা করব সঠিক সমাধান দিতে। আর অবশ্যই এই পোস্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।